Acharya Srimat Swami Pranabanandaji Maharaj


To fulfil His promise to mankind, the Almighty incarnated Himself this time in the form of Acharya Srimat Swami Pranavanandaji Maharaj. A divine boy was born to Shri Vishnucharan and Smt Sarada Devi at a village called Bajitpur in Faridpur district on 29th January 1896 on the fullmoon day in undivided India presently in Bangladesh.

Advent :

Shri Vishnucharan was fighting a case against the village Zamindar on behalf of the farmers. It was continued for about 20 years. During this period, Shri Vishnucharan prayed and meditated unto their family deity Nilrudradev (Lord Shiva). He once in meditation listened to the voice of Lord Shiva saying that He will born as his son to mitigate all the problems. His pious wife Smt. Sarada Devi dreamt about the baby Lord Shiva laying beside her. They talked to each other about this delightful dreams of Nilrudradeva.

A divine boy was born to Shri Vishnucharan and Smt Sarada Devi in a village called Bajitpur in Faridpur district on Wednesday on 29th January 1896 on the fullmoon day of Magha in undivided India presently in Bangladesh. On this day Shri Vishnucharan got the news of his winning verdict against the Zaminder. So the proud father named the baby boy as "Joynath". He was called "Budho" as he was born on Wednesday or Budhvaar. But on the occasion of his first rice ceremony (Anna Prashan) he was named "Vinod".

The divine healthy boy having thick curly hair did not cry at all. People thought the baby boy may be deaf and dumb because of his uncommon behavious. The child grew up with no restlessness under the care of mother Sarada Devi with the thought of Lord Shiva’s dream.

Childhood :

Once the baby boy began to sit and walk, he was often found sitting under a tree with the eyes closed. Mother Sarada Devi or the widow sister Hemangini used to feed the boy with great care. The boy was reluctant to consume any non-vegetarian food. He even reluctant to drink milk. He was admitted to Rajkumar Edward Institution, Bajitpur for his formal education.

Boyhood :

The divine baby continued his studies and spontaneous meditation simultenously. In the school he was seen sitting at the window side seemingly engrossed in deep thoughts. Nobody used to disturb him. Occasionally he used to go to play with the boys. He was invincible in the game "Tug of War". In school, he was the only choice for the prize of "Good Conduct". Once he vomited blood at home. Everybody was scared and was busy arranging doctor. But Vinod said that this is not because of any disease but due to practice of subtle Yoga practices and he would manage it with reverse method. Everyone was astonished to know about his untold internal Yoga practices. The Indian Freedom Struggle was pitching towards its peak. Revolutionists began to gather at his hermitage to draw inspiration from his uncommon physical stamina and amicable behaviour, helping nature to underprivileged, simple and pure lifestyle as an iconic figure. The village guard informed the British administration about the frequent gathering of the local freedom fighters against the British rule, Vinod was arrested and was put in jail along with other revolutionists in Faridpur Conspiracy Case in 1913. After three months he was freed from jail due to lack of enough evidence against him.

Spiritual Journey :

Headmaster Shri Birendralal Bhattacharya of Rajkumar Edward Institution became very close to Vinod. Once they celebrated Shivaratri along with another teacher. Once Vinod expressed his desire to become a monk. Birendra Babu thought that it happens sometimes to this kind of students. They had very argumentative discussions and ultimately the headmaster accompanied him to his Guru – the great Yogi Baba Gambhirnathji Maharaj to Gorakhnath Ashram at Gorakhpur in UIttar Pradesh in October 1913. Baba Gambhirnathji expressed his shock to see such highly elevated young Yogi at this teenage. Baba affectionately initiated him in Yoga Diksha. Vinod became Brahmachari as per the spiritual norms. Thereafter he stayed there for few days and as per the instructions of Yogiraj Gambhirnathji, Vinod moved to Varanasi for his final stage of Yoga practices at Asighat on the bank of the Ganga. During this period Vinod had to visit Gayadham for offering "Pinda" for the soul of his departed father. Here at Gaya railway station, Vinod was manhandled by the priests (Pandas) to take him to perform the sacred rites in rude manner. Vinod was disappointed to see the hooliganism of the priests. He threw them away with his robust physic and took a vow to establish a centre to reform the ambience of the pilgrim centres.

After three years of severe austerity in Yoga practices, Brahmachari Vinod took a culminating vow for his final spiritual enlightenment. On the auspicious day of Maghi Purnima in 1916 (January/February), Brahmachari Vinod absorbed in deep Samadhi. At the waking, he proclaimed – "This is the age of Universal Awakening; this is the age of Universal Unification; this is the age of Universal Assimilation; this is the age of Universal Emancipation."

Thoughts and life of Swami Pranvananda


Swami Pranvananda – Rebuilding Global Civilization

Swami Pranavananda – founder of Bharat Sevashram Sangha (BSS). His life was short, but an intense period of 45 years.

Swami Pranavananda’s dynamism has helped to create a new consciousness within Hinduism which can lead to a restoration of Hindu values and a flourishing of genuine religion in the sub-continent" which according to Smart "is something of vital moment to global civilisation, in which Hindu values must surely play a major role.

Born as in 1896, and known as Binod in his childhood Swami Pranavananda was given a special initiation by Baba Gambhirananda Maharaj of Gorakhpur on the new moon day of October 1913. In 1924, he was given complete monk-hood by Swami Govindananda Giri. In terms of spirituality, "he was a master of nirvikalpa samadhi – the deepest image-less trance in which the mystic attains unity with the formless Brahman". He was equally aware of the need for Hindu unity and passionately worked towards achieving it.

Between 1919 and 1921, as epidemics, famine and cyclone ravaged Bengal Swami Pranavananda and his disciples carried out selfless humanitarian work.

In his relief work, not only was there no communal discrimination, he even convinced the rich Hindus to provide shelter to the Muslims affected by the disaster. He converted his own home as a refugee centre.

He went to the village of the untouchables, poor cobblers and leather-workers, and escorted them too to relative safety. Everyone is equal: there is no untouchability – such was his conviction.

Bharat Sevashram Sangha (BSS), which he created, combined inner sadhana seamlessly with national resurgence and social emancipation. Already the great scientist Acharya P C Roy had seen and appreciated the organising abilities of Pranavananda during the cyclone and famine relief. As chairman of the Famine Relief Committee, P C Roy marvelled that "hundreds of workers he recruited in no time" and "the management of a competent leader that made the famine relief successful".

Acharya Dev never compromised on equality. To him "the problem of Hindu independence was brought about by the social divisions within the people" and "greater equality was a precondition of national liberation". He opposed untouchability and caste divisions both in principle and practice. His Hindu Milan or Unity Centers aimed to annihilate these concepts.

Despite his failing health due to diabetes, he was travelling, Swamiji sleeping in the railway station so that he would not waste time travelling and attend the rally the very next day morning. In his speeches, he emphasised his vision of future independent India as dharma rashtra.

(Reference : Prophet of a New Hindu Age: The Life and Times of Acharya Pranavananda: Volume 19 By Ninian Smart and Swami Purnananda)

125 years Birth Anniversary of Swami Pranvanandaji Maharaj


২৯ শে জানুয়ারী 2020 বর্তমান পেপার – ১২৫ বছরে স্বামী প্রণবানন্দজি মহারাজ

স্বামী প্রণবানন্দজি অবিভক্ত ভারতবর্ষের পূর্ববঙ্গের ফরিদপুর জেলার মাদারিপুর মহকুমার অন্তর্গত বাজিতপুর গ্রামে ১৩০২ বঙ্গাব্দের ১৬ মাঘ (১৮৯৬ সালের ২৯ জানুয়ারি) পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেন। পিতার নাম বিষ্ণুচরণ দাস (ভুঁইয়া) ও মাতা সারদা দেবী। পরিবারের কুলদেবতা ছিলেন নীলরুদ্র শিব। মধ্যযুগে বাংলার বারো ভুঁইয়ার অন্যতম যশোরের রাজা প্রতাপাদিত্যের সঙ্গে এই পরিবারের আত্মীয়তা ছিল বলে কেউ কেউ মনে করেন। সেজন্য তাঁদের পদবির সঙ্গে সম্মানসূচক ‘ভুঁইয়া’ যুক্ত হয়। ভুঁইয়া অর্থে ভূমধ্যকারী বা জমিদার বোঝায়। বিষ্ণুচরণ তাঁর তৃতীয় পুত্রকে আদর করে ডাকতেন জয়নাথ। বুধবারে জন্ম বলে বাড়ির কেউ কেউ তাঁকে বুধো বলে ডাকত। অন্নপ্রাশনের সময় তাঁর নাম রাখা হয় বিনোদ।

শৈশবকাল থেকেই অত্যন্ত শান্ত, ধীর-স্থির ছিল বিনোদ। পড়ত বাজিতপুর স্কুলে। প্রায়শই নিজের চিন্তায় ডুবে থাকত। প্রত্যহ কয়েক ঘণ্টা ধ্যান করত। এইভাবে বালক বিনোদ ধীরে ধীরে ব্রহ্মচারী বিনোদে পরিণত হল। আহারে বিশেষ রুচি ছিল না। নুন ভাত, জল ভাত, আলু সেদ্ধ ভাত, ভাত ছিল তাঁর খাদ্য। অথচ এই খেয়েই প্রত্যহ মুগুর ভাঁজতেন, অজস্রবার ডন বৈঠক দিতেন। শরীরে ছিল হস্তীর বল। ১৯১৭-এ মাঘী পূর্ণিমার দিনই বাজিতপুরে সঙ্ঘ প্রতিষ্ঠা করা হয়। ১৯২৩-এ মাঘী পূর্ণিমার দিন সঙ্ঘের নামকরণ করা হয়- ‘ভারত সেবাশ্রম সঙ্ঘ’।

বিপ্লবীদের সঙ্গে সম্পর্ক: পূর্ববঙ্গের বিপ্লবীদের সঙ্গে ব্রহ্মচারী বিনোদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বিশেষত ফরিদপুর জেলার বিখ্যাত বিপ্লবী সন্তোষ দত্ত ও পূর্ণচন্দ্র দাসের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ছিল। নিশিকান্ত দত্ত আচার্যের ঘনিষ্ঠ সহকারী ছিলেন। তিনি লিখছেন— একদিন রাত্রি প্রায় ২টা বাজে। ধরণী গভীর সুপ্তিমগ্না, প্রকৃতি নীরব, নিথর। আশ্রমের কুটিরে আমি ও ব্রহ্মচারীজি শায়িত আছি। হঠাৎ কে যেন দরজায় মৃদু করাঘাত করে অনুচ্চ স্বরে ডাকল—‘‘বিনোদ দা আছেন নাকি?’’ এত গভীর রাতে সেই ডাক শুনে ব্রহ্মচারীজি উঠে বসে বললেন—‘‘দরজা খুলুন।’’ আমি দরজা খুলে দেখি ৩-৪ জন যুবক সেই অন্ধকারে দাঁড়িয়ে আছে। আলো জ্বালতে গেলে তিনি নিষেধ করলেন। আগন্তুক যুবকদের তিনি ভিতরে ডাকলেন। তারা একজন তাঁর কানে কানে কী বলল ও তারপর বাইরে জঙ্গলের ভিতরে চলে গেল। তিনি আমাকে বললেন—‘‘শীঘ্র সাতজনের মতো ভাত-ডাল রান্না করতে হবে। এরা আজ সারাদিন কিছু খায়নি।’’ আসলে ব্রিটিশ পুলিসের তাড়া খেয়ে এই যুবকদল সারাদিন ধরে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। ফলে, সারাদিন কিছু খেতেও পারেনি। অত্যন্ত যত্নের সঙ্গে এই বিপ্লবী দলকে তিনি খাওয়ান। তারপর তাঁরা বিদায় নেয়। এরকম ঘটনা আরও দু-তিনবার ঘটেছিল।

জনসেবায় হাতেখড়ি: ১৯২১-এ খুলনা জেলার সাতক্ষীরা মহকুমায় ভয়ংকর দুর্ভিক্ষ দেখা দেয়। সংবাদ পেয়েই প্রণবানন্দজি তাঁর অনুগত ছাত্র ও তরুণদের নিয়ে সেই অঞ্চলে ছুটে গিয়ে সেবাকার্য আরম্ভ করেন। কিন্তু এই বিরাট সেবাকার্যে বহুলোক ও বহু অর্থের প্রয়োজন। খুলনা জেলার অন্যতম সুসন্তান ভারত বিখ্যাত বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায় মহাশয় ভারতের বিভিন্ন প্রান্ত থেকে অর্থ সংগ্রহ করে আচার্য দেবের পিছনে দাঁড়ালেন। প্রণবানন্দও বিভিন্ন স্কুলে-কলেজে ঘুরে ঘুরে প্রায় ৫০০ জন তরুণ কর্মী সংগ্রহ করলেন। তাদেরকে দিয়ে অক্লান্ত পরিশ্রম করে প্রায় আটমাস যাবৎ অত্যন্ত সুশৃঙ্খলভাবে সেবাকার্য পরিচালনা করলেন। এই ঘটনার পর প্রণবানন্দজির সুখ্যাতি ছড়িয়ে পড়ে।

শক্তি সাধনার প্রবর্তন: আচার্য দেবের ইচ্ছা ছিল যে তিনি জাতীয় জীবনে শক্তিসাধনার প্রবর্তন করবেন। ১৯২৮-এ তীর্থশ্রেষ্ঠ কাশীধামে তিনি দুর্গাপূজা শুরু করেন। শক্তিপূজা প্রসঙ্গে প্রণবানন্দ বলেন, ‘‘হিন্দু তুমি কি জান না যে তুমি শক্তির পূজক, মহাশক্তির উপাসক? তোমার সেই শক্তির সাধনা কোথায়? একবার ধীর, স্থির হয়ে চিন্তা কর—তোমার উপাস্য দেবদেবীর সেই মহাবীরত্ব-ব্যঞ্জক লীলাভিনয়। শিবের হাতে ত্রিশূল, তাহা দেখে তুমি কি চিন্তা করবে? শ্রীকৃষ্ণের হাতে সুদর্শন, শ্রীরামচন্দ্রের হাতে ধনুর্বাণ, মা কালীর হাতে রক্তাক্ত খড়্গ—তাহা দেখে তুমি কী ভাবনা ভাববে? দশ হস্তে দশপ্রহরণধারিণী মা দুর্গার দিকে তাকিয়ে তোমার ভিতরে কী চিন্তা আসবে? এই মহাশক্তির সাধনা করে কি মানুষ দুর্বল হয়, না সবল হয়? সাধক, একবার বিশেষভাবে এই সমস্ত কথা চিন্তা কর। তারপর তুমি ভেবে ও বুঝে দেখ যে, তোমার শক্তির পূজা ও সাধনা ঠিক ঠিক হচ্ছে কি না। যদি না-হয়ে থাকে, তবে ঠিক কর যে— এখন থেকে কীভাবে তোমার আরাধ্য দেবতার পূজা উপাসনা করবে?’’

হিন্দু মিলনমন্দির ও হিন্দুরক্ষীদল গঠন: হিন্দু সমাজ সমন্বয় আন্দোলন তথা হিন্দু মিলন মন্দির ও রক্ষীদল গঠন আন্দোলন প্রবর্তন মহারাজ প্রণবানন্দজির অন্যতম শ্রেষ্ঠ অবদান। ১৯৩৪ সালের শেষ থেকে তিনি এই আন্দোলন আরম্ভ করেন এবং তখন থেকে জীবনের শেষ দিন পর্যন্ত তিনি এর জন্য সর্বশক্তি নিয়োগ করেন। তিনি নিজেই বলেছিলেন—‘‘সর্বশেষে সর্বনিয়ন্তার বিশেষ ইচ্ছায় হিন্দু সংগঠন ও হিন্দু মিলন মন্দির আন্দোলনের আরম্ভ- অধ্যাত্ম সাধনার মহাব্রত। ভারতের তথা সমগ্র বিশ্বের মঙ্গল ইহাতেই নিহিত রয়েছে।’’ তিনি আরও বলেন—‘‘হিন্দুতে হিন্দুতে মিলন শীঘ্র গড়ে উঠবে, হিন্দু-মুসলমান—খ্রিস্টানে মিলন তত তীব্র সম্ভব হয়। কারণ মিলন হয়—সমানে-সমানে, সবলে-সবলে; সবলে ও দুর্বলে কখনো মিলন হয় না। সুতরাং বিশাল হিন্দু জনগণ যখন সমস্ত ভেদ-বিবাদ-বিরোধ ও অস্পৃশ্যতা ভুলে সম্মিলিত ও সঙ্ঘবদ্ধ হয়ে শক্তিশালী হবে, তখনই অন্যান্য জাতির সঙ্গে তার মিলন সহজ ও সম্ভব হবে।’’ হিন্দুদের গলদ সম্পর্কে তিনি বলছেন—‘‘হিন্দুর বিদ্যা আছে, বুদ্ধি আছে, অর্থ আছে, ব্যক্তিগত শক্তি-সামর্থ্যও যথেষ্ট আছে। কিন্তু নাই কেবল তাদের মধ্যে একতা, সঙ্ঘবদ্ধতা বা সংহতি শক্তি। তাদের মধ্যে এই সঙ্ঘশক্তি জাগিয়ে দিতে পারলেই হিন্দুজাতি জগতে অজেয় হয়ে দাঁড়াবে।’’ এই দোষ-ত্রুটি-দুর্বলতা দূর করার জন্যই তিনি ‘হিন্দুমিলন মন্দির’ আন্দোলন আরম্ভ করেন। তা ছাড়া গ্রামের সমস্ত যুবকদের নিয়ে প্রত্যেক মিলনমন্দিরে একটি করে ‘হিন্দুরক্ষীদল’ গঠন করা হবে। এই রক্ষীদল সম্পর্কে আচার্য প্রণবানন্দ বলেন—‘‘সমগ্র হিন্দু-সমাজকে ধর্ম-মান-ইজ্জত, স্বার্থ ও অধিকার রক্ষার্থে সজাগ ও সতর্ক করে তুলবার জন্যই আমার এই রক্ষীদল গঠন আন্দোলন। অন্যায়-অত্যাচারের প্রতিবাদ ও প্রতিকারের জন্য স্থিরসঙ্কল্প যে, দেহে একবিন্দু রক্ত থাকতেও হিন্দুর ধর্ম, মান, ইজ্জত, স্বার্থ ও অধিকারে কাকেও হস্তক্ষেপ করতে দিব না—এরূপ সুদৃঢ় প্রতিজ্ঞা যার সেই হবে প্রকৃত রক্ষী।’’

শ্যামাপ্রসাদের সঙ্গে সাক্ষাৎ: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে প্রণবানন্দজির সাক্ষাৎকার প্রসঙ্গে ভারত সেবাশ্রমের সন্ন্যাসী স্বামী অরুণানন্দ তাঁর ‘শ্রীশ্রীপ্রণবানন্দচরিতামৃত’ গ্রন্থে (পৃষ্ঠা-১০০) লিখেছেন, ‘‘১৯৪০ খ্রীষ্টাব্দের অগাস্ট মাসে জন্মাষ্টমীর শুভ তিথিতে কলিকাতার বালিগঞ্জে এক বিরাট হিন্দুধর্ম সম্মেলনে প্রখ্যাত দেশনেতা বাঙ্গালীর গৌরব ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে সভাপতি নির্বাচন করা হয়। সম্মেলনের পূর্বে ভগবান আচার্যদেব পর পর পাঁচদিন শ্যামাপ্রসাদ মহাশয়কে তাঁর নিকটে আনবার জন্য সন্ন্যাসীদের প্রেরণ করেন। কিন্তু অত্যধিক কাজের চাপে তিনি তখন আসতে পারেন নাই। শেষে জন্মাষ্টমীর সম্মেলনের দিন বৈকাল ৫টায় শ্রীমৎ আচার্যদেব মণ্ডপের সামনে অপেক্ষা করতে থাকেন। কিছুক্ষণের মধ্যেই শ্রীযুত শ্যামাপ্রসাদ মহাশয় এসে পৌঁছিলে শ্রীমৎ আচার্যদেব তাঁকে নিয়ে সভামণ্ডপে উঠলেন। মঞ্চের উপর উঠে শ্রীশ্রী আচার্যদেব সহস্র সহস্র উৎসুক দর্শকের সামনে স্বীয় কণ্ঠের আশীর্বাদী ফুলমালা স্বহস্তে শ্রীযুত শ্যামাপ্রসাদ মহাশয়ের গলায় পরিয়ে দিয়ে আশীর্বাদদান ও শক্তিসঞ্চারপূর্বক স্বীয় আসন গ্রহণ করেন। এতে প্রবীণ সঙ্ঘ-সন্ন্যাসীগণ এবং দর্শক জনসাধারণ বিস্ময়ে একেবারে হতবাক হয়ে যান। কারণ ইতিপূর্বে শ্রীশ্রী আচার্যদেব কখনও কাহারও গলায় স্বহস্তে মালা পরিয়ে দেন নাই। সম্মেলনের শেষে বিশ্রাম মন্দিরের কক্ষে প্রবেশ করে তিনি পূজ্য শ্রীমৎ স্বামী বেদানন্দজিকে শান্ত গম্ভীর কণ্ঠে বললেন—‘‘আজ বাঙ্গালী হিন্দুর স্বপক্ষে দাঁড়াবার লোক ঠিক করে দিয়ে এলাম’’।

এর কিছু মাস পরেই ১৯৪১ সালের ৮ জানুয়ারি আচার্য প্রণবানন্দজি কলকাতার বালিগঞ্জ আশ্রমে দেহত্যাগ করেন।